প্রকাশিত: Wed, May 17, 2023 4:10 PM
আপডেট: Sun, May 11, 2025 10:39 PM

লাল গালিচার মহাসমারোহে জমকালো ৭৬তম ‘কান’ চলচ্চিত্র উৎসব


শিমুল চৌধুরী ধ্রুব: ১৬ মে (মঙ্গলবার) ফ্রান্সের সৈকতঘেঁষা কান শহরের গ্র্যান্ড থিয়েটারে শুরু হয়েছে ‘৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব’র জমকালো আসর। এদিন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। এরপর জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ওয়াশিংটন পোস্ট, এপি

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি এবং জুরি সভাপতি ছিলেন রুবেন অস্টলান্ড। অনুষ্ঠানে দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের হাতে সম্মানসূচক পালমে ডি’অর তুলে দেন উমা থারম্যান। তাদের মাঝে ছিলেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দ্যুনোভ। তার একটি সাদাকালো ছবি দিয়ে সাজানো হয়েছে এবারের আসরের অফিশিয়াল পোস্টার। স্কাই নিউজ

এরপর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’র প্রদর্শন করা হয়। এবারের উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং ১টি টিভি সিরিজ। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সাঁর্তে রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র। এবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ভারতের ৩টি সিনেমা। মিডনাইট স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে দেখানো হবে কানু বেহল নির্মিত ‘আগ্রা’। এ ছাড়া কান ক্লাসিকসে প্রদর্শিত হবে আরিবাম স্যাম শর্মার ‘ইষানৌ’। এবার অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও ১৯ মে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হবে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। ফ্যাস্টিভ্যালের অফিসিয়াল ওয়েবসাইট, প্রথম আলো

এবারের স্বর্নপাম প্রতিযোগিতায় স্থান পাওয়া ২০টি সিনেমা হচ্ছে ক্লাব জিরো, দ্য জোন অব ইন্টারেস্ট, ফলেন লিভস, ফোর ডটার্স, অ্যাস্টেরয়েড সিটি, অ্যানাটমি ডি উনে চুট, মনস্টার, সল ডেলভানাইর, লা চিমেরা, লা’টে ডেরনির, লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, অ্যাবাউট ড্রাই গ্রাসেস, মে ডিসেম্বর, রাপিটো, ফায়ারব্র্যান্ড, দ্য ওল্ড ওক, বনেল এট আদমা, পারফেক্ট ডেইজ, জেউনেস্সে। ফ্যাস্টিভ্যালের অফিসিয়াল ওয়েবসাইট

চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও কান উৎসব সিনেমা বেচাকেনারও বড় কেন্দ্র। প্রতি বছর এ উৎসবে হাজির হন চলচ্চিত্র বিপণনের সঙ্গে যুক্ত ১২ হাজারের বেশি মানুষ। প্রযোজক, পরিবেশক, নির্মাতা, অভিনয়শিল্পী, আয়োজক মিলিয়ে এবারের উৎসবে ৩৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হবে বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এএফপি

আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য। তৈরি করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ১২ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। এদিন সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। সম্পাদনা: ইমরুল শাহেদ